প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৯, ২০১৯ | |
আসন্ন ইইউ পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তবে তার আগেই বিরোধী লেবার পার্টির সঙ্গে সমঝোতার মাধ্যমে দ্রুত ব্রেক্সিট কার্যকর করতে চায় সরকার ব্রেক্সিট প্রশ্নে এখনও ব্রিটিশ পার্লামেন্ট কোনো সমঝোতায় আসতে পারেনি। এ পরিস্থিতিতে মঙ্গলবার ব্রিটিশ সরকার জানিয়েছে, ২৩ মে আসন্ন ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে যুক্তরাজ্যকে অংশ নিতে হবে। উপপ্রধানমন্ত্রী হিসেবে পরিচিত ডেভিড লিডিংটন বলেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শেষ পর্যন্ত ২ জুলাই ইউরোপিয়ান পার্লামেন্টে আসন গ্রহণ করতে হবে না বলে তিনি আশা করছেন। ২০ জুলাই পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতির আগেই ব্রেক্সিটের প্রশ্নে ঐকমত্য সম্ভব হবে বলে মনে করেন লিডিংটন। তবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে সেই জোটের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া যুক্তরাজ্যের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডয়েচে ভেলে, বিবিসি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |