প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৯, ২০১৯ | |
প্রিমিয়ার লিগের ফিরতি লিগ মাঠে গড়াচ্ছে আজ; তিন রাউন্ড পর প্রায় এক মাস বন্ধ থাকবে আবাহনীর এএফসি কাপ ও জাতীয় দলের ২০২২ বিশ^কাপ প্রাক-বাছাই পর্বের জন্য। লাওসের বিপক্ষে ৬ ও ১১ জুন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ দুইটি হবে যথাক্রমে ভিয়েনতিয়েন ও ঢাকায়। ভুটান বিপর্যয়ের তিন বছর পর ফের কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশের ফুটবল, লাওস বাধা টপকাতে ব্যর্থ হলে আবার ৩ বছর ফিফা-এএফসির ম্যাচ বঞ্চনার আগুনে পুড়তে হতে পারে। তাই এবারও আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বাফুফে; একঝাঁক তরুণ ফুটবলার নিয়ে টানেলে আলো দেখাচ্ছেন ব্রিটিশ কোচ জেমি ডে, ১৮ মে লন্ডন থেকে ঢাকা ফিরছেন তিনি। এরপর জাতীয় দল নিয়ে ২৪ মে থাইল্যান্ড চলে যাবেন কোচ, সেখানে কন্ডিশনিং ক্যাম্প হবে। পাশাপাশি জাতীয় দলের দুইটি প্রস্তুতি ম্যাচ খেলাও নিশ্চিত হয়েছেÑ জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |