logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
বেত্রাঘাতে ছাত্রের চক্ষু নষ্ট
নবীনগরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিদ্যাকুট অমর বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার নবীনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। খ-কালীন শিক্ষক জাবেদ মিয়ার বেত্রাঘাতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাতের চক্ষু নষ্ট হওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।   
২৪ এপ্রিল রিফাতের পিতা সিজিল মিয়া বাদী হয়ে অভিযুক্ত জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন। ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত ক্লাসে পড়া না পারায় ওই স্কুলের খ-কালীন শিক্ষক জাবেদ মিয়া বেত্রাঘাত করেন। এ সময় রিফাতের বাম চোখে বেত্রাঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। চিকিৎসকরা জানান, তার চোখ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]