প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ১০, ২০১৯ | |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে শতায়ু নয় বরং পুরুলিয়ার শিমুলিয়ার সভায় রাজনৈতিক শত্রু মোদির ৪৫০ বছরের আয়ু কামনা করেছেন মমতা। সব সৌজন্যের ঊর্ধ্বে উঠে মোদির সুস্থ জীবনও কামনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। যদিও তারপরই মোদিকে আক্রমণ শানাতেও ভোলেননি তিনি। গণতন্ত্রের থাপ্পড় বিতর্কে বৃহস্পতিবার পুরুলিয়ার শিমুলিয়ার সভায় মমতা বলেন, মোদি থাপ্পড় খাবেন ঠিকই; কিন্তু তার হাতে নয়। জনগণই মোদিকে থাপ্পড় মারবেন বলে দাবি করেছেন মমতা। শিমুলিয়ার নির্বাচনি সভায় মোদিকে মিথ্যাবাদী ও অযোগ্য প্রধানমন্ত্রী বলেও আক্রমণ করেছেন মমতা। তৃণমূল কংগ্রেস নেত্রীর কথায়, মোদি কোনো হোমওয়ার্ক করেন না, কিছুই জানেন না। তাই মোদি সরকারের আমলে দেশে বেকারত্ব এবং আদিবাসীদের ওপর অত্যাচার বেড়েছে বলে দাবি করেছেন মমতা। সেদিক থেকে পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষের সরকারের সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কোনো তুলনাই চলে না বলেও মনে করেন মমতা। তার দাবি, বেকারত্ব কমিয়ে আনা থেকে আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন, সবক্ষেত্রেই বিশ্বে সেরা পশ্চিমবঙ্গের সরকার। ওয়ানইন্ডিয়া
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |