logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ১০, ২০১৯
ফেইসবুক ইনস্টাগ্রামে অ্যাপয়েনমেন্ট
আলোকিত ডেস্ক

বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা গ্রহণের জন্য আগে থেকেই নির্দিষ্ট দিনক্ষণে অ্যাপয়েনমেন্ট করার সুযোগ পাবেন ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এজন্য অন্য কোনো সাইটেও প্রবেশ করতে হবে না। ‘বুক নাউ’ বাটনে ক্লিক করে নির্বাচিত প্রতিষ্ঠানে সময় নির্দিষ্ট করতে হবে। বাটনটিতে ক্লিক করে কোন সময়ে প্রতিষ্ঠানটিতে সেবা পাওয়া যাবে তাও জানা যাবে। তবে সব প্রতিষ্ঠান চাইলেই এ ফিচার যুক্ত করতে পারবে না। এজন্য আগে থেকে ফেইসবুকের মাধ্যমে ‘অ্যাকশন বাটন’-এর আবেদন করতে হবে। ফিচারটি চালুর ফলে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি নিজেদের সাইট থেকেই সরাসরি পণ্য বা সেবার ফরমায়েশ গ্রহণ করতে পারবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সূত্র : ইন্টারনেট

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]