প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ১০, ২০১৯ | |
পটুয়াখালীর গলাচিপায় ব্যাপক হারে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা বয়সের ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েই চলছে। শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। প্রকৃতিক বৈরী আবহাওয়ায় হঠাৎ গরম ও ঠা-া পরিবেশগত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বেড ছাড়া ফ্লোরে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না।
ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেড না পেয়ে শতাধিক রোগী ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা ডায়রিয়ায় আক্রান্ত আসমা বেগম জানান, তার মেয়ের পাতলা পায়খানা ও বমি হওয়ার কারণে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের বেড খালি না থাকায় ফ্লোরে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করেন। এ অবস্থায় মেয়ের স্যালাইন ও ওষুধ চলছে। হাসপাতালের ছয় চিকিৎসকসহ ২৮ জন নিয়োগ আছেন। কিন্তু দায়িত্ব পালন করছেন দুই চিকিৎসক। হাসপাতালে ডা. মো. আসাদুজ্জামান রাজীব জানান, অন্য রোগীদের চেয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মনিরুল ইসলাম বলেন, বর্তমানে ভ্যাপসা গরম ও আবহাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ একটু বেশি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |