
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ১১, ২০১৯ | |
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৩-২ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২ গোল করা এ ফুটবলার। চোটের কারণে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের ফিরতি পর্বে খেলতে পারেননি সালাহ। তিনি আগের চেয়ে ভালো আছেন বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানান ক্লপ। বার্সেলোনার বিপক্ষে জয়ের পর উদযাপনে দৌড়ের সময় সালাহকে স্বাচ্ছন্দ্য লাগছিল। গতকাল ও তার আগের দিন সে দৌড়েছে। আজ সে অনুশীলনে অংশ নেবে। তবে চোট কাটিয়ে উঠতে পারেননি লিভারপুলের আরেক ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো। পেশির চোটের কারণে শেষ চার ম্যাচে দলের শুরুর একাদশে ছিলেন না ব্রাজিলের এ ফুটবলার। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া লেফটব্যাক অ্যান্ড্রু রবার্টসন ও অধিনায়ক জর্ডান হেন্ডারসন অবশ্য মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল। একই সময়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে খেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচে ৩১ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ৯৫। সমান ম্যাচে ২৯ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ৯৪ পয়েন্ট। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই লিভারপুলের, পাশাপাশি কামনা করতে হবে সিটির অমঙ্গল।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |