
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ১১, ২০১৯ | |
প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব একদমই ভালো কাটেনি মোহামেডানের। ১২ ম্যাচে জয় পেয়েছিল মাত্র একটি। তবে ফিরতি পর্বের শুরুতেই জয়ের উচ্ছ্বাস সাদা-কালো শিবিরে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ঐতিহ্যবাহী দলটি ২-১ গোলে হারিয়েছে বিজেএমসিকে। বিজেএমসির বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল মোহামেডান। তাও ১১০ দিন আগে। জানুয়ারির ২০ তারিখে। এরপর মোহামেডান ১১ ম্যাচ খেলে তিনটি ড্র করে হেরেছে ৮টিতে। অবশেষে আবার জয়ের মুখ দেখল সাদা-কালোরা। প্রতিপক্ষ সেই বিজেএমসি। জয়ের ব্যবধানও আগের মতো (২-১)। শুক্রবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিজেএমসিকে হারিয়ে ভুলে যাওয়া জয়টি পেল সাদা-কালোরা।
মধ্যবর্তী দলবদলে দুই বিদেশি পরিবর্তন করেছে মোহামেডান। গাম্বিয়ান ল্যান্ডিং ও নাইজেরিয়ান এনকোচা কিংসলেকে ছেড়ে দিয়ে তারা দলে নিয়েছে মালির সোলেমান দিয়াবাতে ও ক্যামেরুনের ইকাঙ্গাকে। মালির সোলেমান প্রথম ম্যাচেই সমর্থকদের আশান্বিত করেছেন।
মোহামেডানের ২ গোলেই তার অবদান। তবে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই বিজেএমসি গোল করে এগিয়ে যাওয়ার পর মোহামেডান সমর্থকরা আরেকটি পরাজয়ের শঙ্কাই করছিল। দুই বিদেশির গোলে মোহামেডান জয়ে ফিরতে পেরেছে ১১ ম্যাচ পর। ম্যাচ শুরু হতে না হতেই গোল। উজবেকিস্তানের ওতাবেক ডান দিক দিয়ে ঢুকে মোহামেডানের নতুন গোলরক্ষক পাপ্পুর মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে এগিয়ে দেন বিজেএমসিকে।
১৮ মিনিটে পেনাল্টি গোলে ম্যাচে ফেরে মোহামেডান। দলটির নতুন ফরোয়ার্ড মালির সলেমান দিয়াবাতে বল নিয়ে ঢুকলে তাতে ফেলে দেন বিজেএমসির গোলরক্ষক। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করেন জাপানি ইউরি। ৬১ মিনিটে মোহামেডানের জয়সূচক গোলটি করেন মালির সালেমান দিয়াবাতে। এ জয়ে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে উঠে এলো মোহামেডান। বিজেএমসি ৪ পয়েন্ট নিয়ে পড়ে থাকল তলানিতেই।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |