প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯ | |
মেয়াদোত্তীর্ণ দ্রব্য, মূল্য তালিকা না টানানোর দায়ে দিনাজপুরে ১৩ দোকান ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
দিনাজপুর : ৫টি উপজেলার ১৭টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম জানান, শনিবার দিনাজপুর সদর, ঘোড়াঘাট, পার্বতীপুর, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় ১৭টি দোকানে মূল্য তালিকা না ঝুলানো এবং মেয়াদেত্তীর্ণ দ্রব্যসামগ্রী বিক্রির দায়ে ৫৩ হাজার টাকার জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৩টি মাংসের দোকানে অসুস্থ গরু জবাই করে বিক্রি করা হচ্ছিল।
গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ার চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান শনিবার টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া বাজারে অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করেন। তিনি জানান, বাজারের মেসার্স সিয়াম স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স নওশের মিষ্টান্নভা-ারকে দইয়ের ওজনে কারচুপির দায়ে ৩ হাজার টাকা এবং একটি ওষুধের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |