logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯
বাঘায় মাদকের বিরুদ্ধে অভিযোগ করায় কুপিয়ে জখম
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় পঞ্চম শ্রেণির ছাত্রকে মাদক সেবন করানোর অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ছাত্রের বাবা তাজমুল হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কিশোরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহীর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন আলী বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় কিছু মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে তাজমুলকে কে বা কারা মারধর করেছে এ বিষয়ে আমার জানা নেই।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]