প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯ | |
রাজশাহীর বাঘায় পঞ্চম শ্রেণির ছাত্রকে মাদক সেবন করানোর অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ছাত্রের বাবা তাজমুল হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কিশোরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহীর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন আলী বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় কিছু মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে তাজমুলকে কে বা কারা মারধর করেছে এ বিষয়ে আমার জানা নেই।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |