logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯
নারী হকি খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো
স্পোর্টস রিপোর্টার

নতুন করে নারী হকি খেলোয়াড় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটি নারী হকি খেলা এগিয়ে নিতে আন্তরিক। তাদের বেতন কাঠামোয় আনার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ।
হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষে সাধারণ সম্পাদক বলেন, ‘মহিলা খেলোয়াড়দের বেতনের আওতায় আনতে চাই।’ কীভাবে আনতে চান সেটি নিয়ে খুব বেশি কিছু বলেননি। সামনে মহিলাদের খেলা রয়েছে সিঙ্গাপুরে। ভুটান, কোরিয়া ও জাপান সেখানে খেলবে। সেপ্টেম্বরে এশিয়ান হকি ফেডারেশনের বাছাইপর্বের খেলা রয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার মেয়েদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]