প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯ | |
মাহফুজুর রহমান রাব্বির অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল প্রথম ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
ব্যাট হাতে ৬৬ রানের পর বল হাতে ৩১ রানে ২ উইকেট শিকার করে বাংলাদেশ দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাহফুজ। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে বাংলাদেশের কিশোররা। মাত্র ৯৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলার পর দলকে দুশোর কোটা পার করাতে ভূমিকা রাখেন মাহফুজ রহমান রাব্বি। ৭১ বল খেলে ৬৬ রান করেন রাব্বি। এছাড়া আজিজুল হক রনি ৩৫ ও সাকিব শাহরিয়ার ৩৪ রান করেন। পাকিস্তানের হয়ে ৫৫ রানে ৪ উইকেট নেন ফরহাদ খান। এছাড়া আসির মুগল ৫১ রানে শিকার করেন ৩ উইকেট। জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে নেমে স্বাগতিকদের বোলিং নৈপুণ্যে মাত্র ৪১.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন কাসিফ আলী। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মুহাম্মদ ওয়াক্কাস। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের কিশোররা। বাংলাদেশ দলের পক্ষে রাব্বি ছাড়া ২টি করে উইকেট নেন মুশফিক হাসান এবং আজিজুল হক রনি। ১৩ ও ১৫ মে একই ভেন্যুতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এর আগে সফরকারীদের বিপক্ষে তিন দিনের দুই ম্যাচ সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশের কিশোররা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |