logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯
কসবায় অস্ত্রসহ চার ভারতীয় ও দুই বাংলাদেশি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ অস্ত্রসহ চার ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি দেশীয় পাইপগান, দুটি ওয়াকিটকি, চারটি মোবাইলসহ মোটরসাইকেল চুরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো ভারতের বিশালগড় জেলার স্বর্ণজিত দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার নির্মলেন্দু চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার শংকর সরকার, একই জেলার রাজনগর এলাকার বিমল দাস, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমজাদ হোসেন শাওন ও কসবা উপজেলার হাসিবুল হাসান অনিক। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]