প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯ | |
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা এলাকায় শনিবার ডাকাতি করা গরু বিক্রির সময় তিন ডাকাতকে ধরে গণধোলাই শেষে পুলিশে হস্তান্তর করে জনতা। নড়িয়া থানা পুলিশ আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত ডাকাতরা হলেন নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের নুর আলম, উপসী বিশুগাঁও গ্রামের সেলিম বেপারী ও কানারগাঁও গ্রামের এবাদুল। নড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে ডাকাতি করা গরু নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে স্থানীয় জনতা টের পেয়ে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |