logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১২, ২০১৯
বাঘায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলিহার গ্রামে শনিবার ৮ বিঘা জমির ওপর থাকা পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে। জানা যায়, বলিহার গ্রামের শৈলেন্দ্রনাথ সরকারের ছেলে পীযুষ কুমার সরকার পুকুরে কয়েক মাস আগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন। মাছগুলো আর কিছুদিন পরই বিক্রি করতে পারতেন। শনিবার ভোররাতে পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি বলেন, আমার ক্ষতি করার জন্যই কে বা কারা রাতের আঁধারে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। আমি এর বিচার দাবি করছি। বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুকুর পরিদর্শন করেছি এবং আইনের আশ্রয় নিতে মাছ চাষিকে পরামর্শ দিয়েছি। বাঘা থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, পুকুরে বিষ প্রয়োগের ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]