
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ১৪, ২০১৯ | |
ঈদে নিপুণ এনেছে ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাক। এসব পোশাকের থিমের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে কলকা, ফ্লোরাল মোটিফ ইকাট প্রিন্ট ও ইসলামিক মোটিফ। এবারের ঈদ যেহেতু গ্রীষ্মকালে তাই ক্রেতাদের স্বস্তি ও আরামের কথা চিন্তা করে ল্যাভেন্ডার, মিনারেল পিংক, অরেঞ্জ, অ্যাশ, ফিরোজা, ব্লু, গ্রিন, পেস্ট, অফ হোয়াইটÑ রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাতের যে কোনো জমকালো পার্টির জন্য রাখা হয়েছে কালো, কফি ও সোনালি রঙের কম্বিনেশন। কাপড়ের ক্ষেত্রে, সুতি ভয়েল, সøাব, লিনেন, ভিসকস, মসলিন, হাফসিল্ক, জয়সিল্ক, অ্যান্ডি কটনের ব্যবহার করা হয়েছে। সংগ্রহে আছে কুর্তি, সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, বাচ্চাদের ফ্রক, কামিজ ও পাঞ্জাবি। দেশীদশসহ ঢাকায় নিপুণের একাধিক বিক্রয় কেন্দ্র আছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |