প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ১৪, ২০১৯ | |
৮৪-এর শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে কংগ্রেসের প্রবীণ নেতা শ্যাম পিত্রোদা যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভুল এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, শিখবিরোধী সহিংসতা সম্পর্কে শ্যামের মূল্যায়ন একেবারে সম্পূর্ণ ভুল এবং এ ধরনের কথা বলেছেন বলে তার দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি ফোনে তাকে এ কথা জানিয়েছি। আমি বলেছি, আপনি যে মন্তব্য করেছেন, তা সবদিক থেকে ভুল। আপনার লজ্জিত হওয়া উচিত এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। পাঞ্জাবের একটি জনসভায় এ মন্তব্য করেন রাহুল। সম্প্রতি শিখবিরোধী দাঙ্গা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন কংগ্রেসের প্রবীণ নেতা শ্যাম। তিনি বলেন ‘শিখবিরোধী সহিংসতা হয়েছিল তো হয়েছিল। গত পাঁচ বছর বিজেপি কোনো কথা বলেনি। কেন ৫ বছর চুপ করে বসে ছিল? এখন কেন কথা বলছে?’ এই হয়েছিল তো হয়েছিল মন্তব্যের জন্যই তীব্র সমালোচনার মুখে পড়েছেন শ্যাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অর্থমন্ত্রী অরুণ জেটলি সবাই নিশানা করেছেন কংগ্রেসের এ প্রবীণ নেতাকে। মোদি বলেন, এ বক্তব্যকে খুব সহজে হজম করার কোনো যুক্তি নেই। এ ধরনের কথা থেকেই মানসিকতার প্রতিফলন হয়। পাশাপাশি অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, শ্যামের বক্তব্য থেকেই স্পষ্ট হয়Ñ শিখবিরোধী দাঙ্গায় যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের জন্য কংগ্রেস মোটেই ভাবিত নয়। এনডিটিভি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |