প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১৫, ২০১৯ | |
সৌদি আরবের দুইটি তেলবাহী ট্যাঙ্কারসহ চারটি বাণিজ্যিক জাহাজে ‘গুপ্ত হামলার’ ঘটনায় ইরান জড়িত বলে সন্দেহ করছেন মার্কিন কমকর্তারা। এরই মধ্যে সামরিক বিশেষজ্ঞরা জাহাজগুলো পরিদর্শন করেছেন। তাতে প্রতিটি জাহাজে বড় ছিদ্র দেখতে পেয়েছেন তারা। তবে এখন পর্যন্ত এ হামলায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এ ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সৌদি আরব জানিয়েছে, হামলার শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে তাদের দুইটি তেলবাহী ট্যাঙ্কার রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে রোববার এ ঘটনা ঘটে। মার্কিন সামরিক বিশেষজ্ঞ দলটি মনে করছে, বিস্ফোরকের সাহায্যে জাহাজগুলোকে বিশাল ছিদ্র তৈরি করা হয়েছে। এদিকে সৌদি জাহাজে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। এটি তাদের বিরুদ্ধে অশুভকামনাকারীদের একটি চক্রান্ত বলে মন্তব্য করেছে ইরান সরকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার বিষয়ে তদন্ত চেয়েছে। সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলার পেছনে ‘ইসরাইলি দুর্বৃত্তরা’ ছিল বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার ইরানের পার্লামেন্টারি মুখপাত্র বেহরৌজ নেমাতি ইরনাকে বলেন, আমিরাত উপকূলে যে ঘটনাটি ঘটেছে, তা ‘ইসরাইলি দুর্বৃত্তদের’ অনিষ্ট চিন্তার ফসল। তবে এ দাবির সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি তুলে ধরেননি তিনি। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার কথা বলে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান, রণতরী এবং নতুন প্রযুক্তির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন-তেহরানের মধ্যে চলমান এ যুদ্ধাবস্থায় এমন জাহাজ হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিবিসি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |