logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১৫, ২০১৯
মিডল্যান্ড ইস্ট পাওয়ারের জন্য সিন্ডিকেশন ঋণ

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) লিড এরেনজার হিসেবে যৌথভাবে মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেডের জন্য ৬ দশমিক ৭২৫ কোটি মার্কিন ডলার ও ৯২ কোটি টাকা এবং চলতি মূলধন হিসেবে ৪১৬ দশমিক ৫ কোটি টাকা জোগান দিচ্ছে। সিন্ডিকেশন ঋণ চুক্তি সম্পাদন উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান কেএম রেজাউল হাসনাত ও ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম; ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ; ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ মালিক ও পরিচালক (বিনিয়োগ) নাজমুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]