
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১৫, ২০১৯ | |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে চলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি রোধে ভিসি এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে দুয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনাকারীদের চিহ্নিত করে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার চবির বঙ্গবন্ধু চত্বরে বিশ^বিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, স্বার্থে যখন আঘাত লাগে, তখনই স্বার্থান্বেষী কুচক্রী মহল নিজ স্বার্থ চরিতার্থে ষড়যন্ত্রের জাল বিস্তার করে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বভার গ্রহণের পর থেকে উন্নয়নমূলক, শিক্ষামুখী বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ এবং এর সফল বাস্তবায়নে নিরলসভাবে কাজে করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, শত বাধা-বিপত্তি আর ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু; এমনকি হত্যার হুমকিকেও উপেক্ষা করে ভিসির নেতৃত্বে বর্তমান প্রশাসন একাডেমিক, প্রশাসনিক এবং ভৌত অবকাঠামোর দৃশ্যমান উন্নয়নের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে দেশের এক অনন্য বিশ্ববিদ্যালয়ে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন, মহান স্বাধীনতা সংগ্রামের স্মারক ‘জয় বাংলা’ ভাস্কর্য এবং বঙ্গবন্ধুর পরিবারের স্মৃতিকে প্রজন্মের সন্তানদের কাছে চির অমøান করে রাখার প্রয়াসে তাদের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন স্থাপনা। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বঙ্গবন্ধু পরিষদ, চবির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চবি কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিজ্ঞান অনুষদের উচ্চমান সহকারী সুমন মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদ প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |