logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ১৫, ২০১৯
সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে শ্রমিকদের কর্র্মবিরতি
ভোমরা বন্দর শ্রমিক নেতার ওপর হামলা
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলীর ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ-মিছিল ও কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিকরা। ফলে বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে। এতে পণ্যবাহী ট্রাক লোড-আনলোড বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ আলম ও ক্যাশিয়ার ইউসুফ আলী জানান, ভোমরা শ্রমিক ইউনিয়ন সভাপতি এরশাদ আলীকে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা শহর থেকে বন্দরে ফেরার পথে আলীপুরে কিছু সন্ত্রাসী পিটিয়ে আহত করে। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় শ্রমিকরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সব ধরনের কর্মকা- বন্ধ রেখে বিক্ষোভ-মিছিল ও কর্র্মবিরতি পালন করছেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে তারা অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করবেন। ভোমরা স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম বলেন, শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলা ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ-মিছিল ও কর্মবিরতি পালন করছেন বলে জানতে পেরেছি। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নিয়ামুল হাসান বলেন, শ্রমিকরা কর্মবিরতি পালন করলেও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]