প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ১৭, ২০১৯ | |
টাঙ্গাইল শহরের সেবা ক্লিনিক অ্যান্ড হসপিটালের ভুল অপারেশনের অভিযোগে তাসলিমা আক্তার (২৬) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্লিনিক রেজিস্ট্রার সূত্রে জানা যায়, বুধবার বিকালে নাগরপুর উপজেলার বেকরা মশুরিয়া গ্রামের আরিফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তারকে টনসিল অপারেশনের জন্য চিকিৎসক আনোয়ারুল হকের তত্ত্বাবধানে ওই ক্লিনিকে ভর্তি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরীক্ষা না করে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে রোগীর ব্লাড প্রেসার ও সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় অপারেশনের অনুপযোগী হয়ে পড়ে। অপারেশনের পর রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে আইনি জটিলতা এড়াতে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের যোগসাজশে নিজস্ব লোকজন ও অ্যাম্বুলেন্সসহ ছাড়পত্র দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খবর পেয়ে রোগীর স্বজনরা এনাম মেডিকেলে গেলে কর্তৃপক্ষ তাদের বলে রোগী নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। কিছুক্ষণ পর তারা রোগীকে মৃত বলে ঘোষণা করে। ডা. আনোয়ারুল হক বলেন, আমার বাবা অসুস্থ থাকায় আমি মানসিকভাবে বিপর্যস্ত তবুও আমার অপারেশনে কোনো ভুল ছিল না। অন্যদিকে, অজ্ঞান ডা. রফিকুল ইসলাম বলেন, অপারেশন থিয়েটারে নেওয়ার পর রোগীর রক্তচাপ ও সুগার বেড়ে গেলে তাকে ইনসুলিন দেওয়া হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |