
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১৯, ২০১৯ | |
লেক্সাসের হোভার বোর্ডের কথা তো আগে থেকেই জানা রয়েছে আপনাদের। একই রকম কাজের আরেকটি ওয়াক কার নিয়ে এসেছেন জাপানি এক উদ্ভাবক। তবে এ ওয়াক কারের বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সহজ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ইলেকট্রিক এ ডিভাইসে চড়ে আপনি হাঁটার কষ্ট না করেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আর কাজ শেষে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন সহজেই।
অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এ বোর্ডে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি। তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এ ওয়াক কারটি বানিয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কুনিয়াকো সাইটো। তিনি জানান, আমার মনে হয়েছিল যদি এমন কোনো যান আবিষ্কার করা যেত, যা আমাদের চলার কষ্ট কমাবে, আবার সেটা সহজে বহন করা যাবে। কাজ শেষে যদি যানটি ব্যাগে ঢুকিয়ে রাখতে পারি তাহলে ব্যাপারটা হয়তো অনেক আরামদায়ক হবে। তবে সব যানবাহন ব্যাগে ঢুকিয়ে রাখার কথা ভাবিনি আমি। আরামদায়ক এবং ছোট বাহন তৈরি করতে চেয়েছি। আমি যখন ইলেকট্রিক কার মোটর কন্ট্রোল সিস্টেমের ওপর মাস্টার্স করছিলাম, তখন আমার এক বন্ধু বলল, এরকম কিছু বানিয়ে ফেলতে যা যানবাহনের কাজ করবে, আবার সহজেই বহন করা যাবে।
ছোট এ ওয়াক কারের সুবিধা হচ্ছে এটি দিয়ে যে কোনো রাস্তায় চলা যাবে, ওপরের দিকে ওঠা যাবে, ভারি মালপত্র নিয়ে ওপরের দিকে উঠতে তেমন একটা কষ্ট হবে না। তাই ছোট এ বাহনকে বলা হচ্ছে একবিংশ শতাব্দীর ম্যাজিক কার্পেট। তবে ওয়াক কারে কতক্ষণ চার্জ থাকে বা এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ছোট এ বাহনের দাম পড়বে ৮০০ মার্কিন ডলার। সূত্র : ওয়েবসাইট
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |