
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ১৯, ২০১৯ | |
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে ঢাকার লিয়াজোঁ অফিসে বিকাল ৩টায় সভার শুরুতে সিন্ডিকেটের সদস্যরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে শোকপ্রস্তাব করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ- সিন্ডিকেটের সব সদস্যকে রমজানুল মোবারকবাদ জানিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করেন। ওই সভায় সিন্ডিকেটের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম, ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. রোস্তম আলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ), অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী (বাজেট-১, অর্থ বিভাগ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, বশেফমুবিপ্রবির রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |