প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ২০, ২০১৯ | |
৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে শিরোপার দাবি নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের ক্যারিবিয়ান দলে আছেন হার্ডহিটার ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেলরা। জায়গা হয়নি সুনিল নারিন, দেবেন্দ্র বিশু, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডদের। অধিনায়ক থাকছেন জেসন হোল্ডার। আইপিএলে দাপিয়ে বেড়ানো রাসেল-গেইলদের বিশ্বকাপে সাহায্য করতে ১০ রিজার্ভ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। ২০১৫ সালের পর থেকে জাতীয় দলের ওয়ানডে জার্সিতে রাসেল ২০১৮ সালে মাত্র একটিই ওয়ানডে খেলেছেন। এরপর আর কোনো ম্যাচে খেলেননি। এদিকে গেইলের জন্য হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে উইন্ডিজ। সদ্যসমাপ্ত ওই সিরিজে অবশ্য খেলেননি গেইল, রাসেল, পোলার্ড, নারিনরা। ত্রিদেশীয় সিরিজে ছিলেন সুনিল অ্যামব্রিস, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, রেমন রেইফাররা। মূল স্কোয়াডে থাকলেও রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় এসেছেন তারা।
উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, কার্লোস ব্রাথওয়েইট, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্শ, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন ও শ্যানন গ্যাব্রিয়েল। রিজার্ভ : সুনিল অ্যামব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডরউইচ, কেমো পল, খারি পিয়েরে, রেমন রেইফার ও কাইরন পোলার্ড।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |