logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ২০, ২০১৯
‘ঈদে ব্লক রেইড হবে শহরে’

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। শহরে ব্লক রেইড দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে বাড়তি চেকপোস্ট বসানো হবে। বেশিরভাগ মানুষ ঈদে বাড়ি যাওয়ার পর রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তায় টহল জোরদার করা হয়। ঈদের এসময় যাতে কোনো অপরাধ না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন ঈদে পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। মহাসড়কে পুলিশি টহল অব্যাহত থাকবে। সন্দেহজনক গাড়ি দেখে তা থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে। বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসির বিশেষ বাসও চলবে। শ্রমিকদের পাওনা বেতন-বোনাস ঈদের আগে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। যাতে এ নিয়ে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com