logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
আবারও পতন পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক

এক দিনের ব্যবধানে সোমবার আবারও পতনের মাধ্যমে উভয় শেয়ারবাজার লেনদেন শেষ করেছে। কমেছে অংশ নেওয়া বেশিরশতাংশ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ পয়েন্টে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ ২ হাজার টাকার, যা গেল কার্যদিবস থেকে ৫৬ কোটি টাকা কম। গেল কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকা। ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫ শতাংশ বা ৫০টির, কমেছে ৭৭ শতাংশ বা ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ বা ৩০টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]