logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
দর বাড়ার শীর্ষে এসকে ট্রিমস
নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপ টেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসকে ট্রিমস। এ দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৫৫ বারে ৩৭ লাখ ৪১ হাজার ৬৭৮টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১৯ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। এ দিন কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ৩ দশমিক ৫৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৪ বারে ২ লাখ ২৩ হাজার ৪৯টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১২ লাখ ৯৪ হাজার টাকা। প্রিমিয়ার সিমেন্ট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এ দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ২২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৪ বারে ১০ হাজার ২৮০টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৭ লাখ ২৪ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বে লিজিং, এমটিবি, রংপুর ফাউন্ডারি ও ন্যাশনাল টিউবস।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]