logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
বাংলাদেশের নিচে অস্ট্রেলিয়া
স্পোর্টস রিপোর্টার

ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া; এবারও তারা হট ফেভারিট। তবে তাদের চেয়ে এগিয়ে থেকে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ! সামনে বিশ্বকাপ এমন সময়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর লাল-সবুজ ক্রিকেটাররা। বিশ্বকাপে তারা যাবে এ আত্মবিশ্বাস নিয়ে। সেই সঙ্গে আরও একটি পরিসংখ্যান সাহস জোগাতে পারে টাইগারদের! তবে পরিসংখ্যানটা দেখলে হয়তো চোখ কপালেই উঠবে। কি সে পরিসংখ্যান? ২০১৮ সাল থেকে ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ম্যাচে জয়ের হিসাব। এই সময়ে ২৭টি ওয়ানডে খেলে ১৭টি জিতেছে বাংলাদেশ। হার-জিত হিসেবে সেরা দলগুলোর মধ্যে তালিকায় তিন নম্বরে বাংলাদেশ। আর বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থান কোথায় জানেন? প্রথম পাঁচেও নেই, আট নম্বরে! এই সময়ে ২৬টি ম্যাচ খেলেছে অজিরা, জিতেছে ১১টি। সেরা ১০ দলের মধ্যে তাদের পরে আছে কেবল আয়ারল্যান্ড ও পাকিস্তান। ২৩ ম্যাচে ১১টি জিতেছে আয়ারল্যান্ড, পাকিস্তান ৩৩ ম্যাচে পেয়েছে ১০ জয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]