প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
আরেকটি ওয়ানডে, ইংল্যান্ডের আরেকটি ৩৪০-পেরোনো ইনিংস। ক্রিস ওকসের ৫ উইকেট, ফল- ৪-০তে সিরিজ জয় ইংল্যান্ডের, টানা ১১টি দ্বিপক্ষীয় সিরিজে অপরাজিত। আর টানা ১০ ম্যাচে হার পাকিস্তানের। ঘরের মাঠে বিশ্বকাপে ব্রিটিশরা যাচ্ছে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই, আর পাকিস্তানকে খুঁজতে হবে হারা ম্যাচ থেকে ইতিবাচক দিক। যার একটা অধিনায়ক সরফরাজ আহমেদের পাঁচে নেমে ৮০ বলে ৯৭ রানের ইনিংস। এর আগে শাহিন শাহ আফ্রিদি নিয়েছিলেন ৪ উইকেট, তবে ইংল্যান্ডকে আটকাতে পারেননি তারা।
আগের তিন ম্যাচে যথাক্রমে ৩৬১, ৩৫৮ ও ৩৪০ রান করেও জিততে পারেনি পাকিস্তান, টানা দশম হার এড়াতে তাদের করতে হতো এবার ৩৫২। ওকসের তোপে সেটা হলো দুরাশা। ৬ রানে তারা ৩ উইকেট পতন, ৩টিই ওকসের। বিশ্বকাপে ইংল্যান্ড একাদশে কেন তাকে একমাত্র ‘স্থায়ী’ পেসার ভাবা হচ্ছে, দেখিয়েছেন তাও। চূড়ান্ত স্কোয়াড ঠিক করার যে কাজ প্রধান নির্বাচক এড স্মিথের, সেটা সিরিজের পর আরও কঠিন হয়ে গেছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |