logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
আইনমন্ত্রীর আশা
বিচারাধীন মামলার সংবাদ প্রকাশের বিষয়ে অতি দ্রুত ব্যাখ্যা আসবে
নিজস্ব প্রতিবেদক

 

 

 বিচারাধীন মামলার সংবাদ প্রচার না করার বিষয়ে সুপ্রিমকোর্টের দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যা দ্রুত আসবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ না করার বিষয়ে সুপ্রিমকোর্টের দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি এ বিষয়ে কথা বলেছি। আলাপ চলছে, কিছুটা (বিজ্ঞপ্তি নিয়ে) যদিও ভুল বুঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতি দ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন। ষোড়শ সংশোধনী না থাকায় এ মুহূর্তে বিচারপতিদের অপসারণের বিষয়ে শূন্যতা রয়েছেÑঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো সমস্যা যদি হয় তাহলে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী। তার কাছে নিশ্চয় কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছে। তিনি সেদিক থেকে সংবিধানের মধ্য থেকে বিবেচনা করতে পারেন। সেটা কার বিবেচ্য বিষয় তা আমাকে জিজ্ঞাসা করা হলে তাকে আমি বলব, ষোড়শ সংশোধনীর বিষয়ে যে শূন্যতা সে শূন্যতার কারণে কোনো কিছুই রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না, এটা ঠিক না।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]