logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
ঈদের আগেই ঢাকা চিড়িয়াখানায় আসছে ১১ প্রাণী
নিজস্ব প্রতিবেদক

জাতীয় চিড়িয়াখানায় আনা হচ্ছে তিন প্রজাতির নতুন ১১ প্রাণী। ঈদুল ফিতরের আগেই দক্ষিণ আফ্রিকা থেকে এসব প্রাণী আনা হবে বাংলাদেশে। এবার ঈদে দর্শনার্থীরা চিড়িয়াখানায় গেলে নতুন চারটি রয়েল বেঙ্গল টাইগার, তিনটি ক্যাঙ্গারু, দুটি চিতা ও দুটি ইমপালা হরিণ দেখতে পাবেন। এরই মধ্যে এসব প্রাণী রাখার জন্য কয়েকটি খাঁচা খালি করে রং করা হয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর ডা. এসএম নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নতুন প্রাণী আনার জন্য নতুন কোনো প্রকল্প নেই। সাধারণ বাজেট থেকে নতুন ১১টি প্রাণী আনা হচ্ছে। এগুলো আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রাণীগুলোকে বিমানে করে দেশে আনা হবে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]