প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
রাজশাহী দুর্গাপুর উপজেলায় এক আদিবাসী নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার গৃহবধূ রোববার দিবাগত রাতে থানায় একটি মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলার ব্রহ্মপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ভুক্তভোগী নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। কয়েক দিন আগে আরও কয়েকজন আদিবাসী নারীর সঙ্গে ওই গৃহবধূ দুর্গাপুরে কৃষি শ্রমিক হিসেবে কাজে আসেন। সারা দিন কাজ শেষে রাতে তারা সবাই ব্রহ্মপুর গ্রামের একটি কলোনিতে থাকতেন। গত শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান ওই নারী। এরপর তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউবওয়েলে যান পানি নিতে। এ সময় একা পেয়ে জাহাঙ্গীর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওসি জানান, এ নিয়ে রোববার রাতে মামলা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর আসামিকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |