logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত কুমিল্লায়
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সেলিম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী-শাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ২ হাজার ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। নিহত সেলিম একই উপজেলার গোলাবাড়ী গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে।
কুমিল্লা কোটবাড়ী ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাদকের একটি বড় চালান যাচ্ছেÑ গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি দল রোববার রাত ১টার দিকে আদর্শ 
সদর উপজেলার ভারত সীমান্তের শাহাপুর দরগাহ মাদ্রাসার সন্নিকটে একটি নির্জন স্থানে অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সেলিম নামে একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়, অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]