
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে অনেক বার্তা যে চোখের আড়ালেই থেকে যায়, তা সম্ভবত জানেন না অনেকেই। ব্রাউজারনির্ভর ফেইসবুক সেবায় মেসেজ রিকোয়েস্ট বলে একটি বিভাগ থাকে, যেখানে এমন ব্যক্তিদের পাঠানো সব মেসেজ জমা থাকে, যারা ফেইসবুক বা মেসেঞ্জারে আপনার সঙ্গে এরই মধ্যে যুক্ত নন। এ মেসেজগুলো এতদিন মোবাইলনির্ভর মেসেঞ্জার অ্যাপে দেখার সুযোগ ছিল না। মেসেঞ্জার এখন ওইসব মেসেজ দেখার সুযোগ করে দিচ্ছে। মেসেঞ্জারের মূল ইনবক্স ছাড়াও অন্য আরেকটি ট্যাবে বার্তা থেকে যায়। এগুলোই হচ্ছে সেই অদেখা বার্তা। গ্রাহকের ফেইসবুক বন্ধু বা মেসেঞ্জারে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বার্তা পাঠালেই তা এ ট্যাবে চলে আসে।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি যদি মেসেঞ্জারের কারও সঙ্গে বন্ধু না হন এবং তারা আপনাকে বার্তা পাঠিয়ে থাকেন, এটি আপনার ইনবক্সে দেখাবে না। ওইসব দারুণ বার্তার কথা চিন্তা করুন, হয়তো এর মধ্যে একটি আপনার বন্ধুর কাজিনের সহকর্মী, যার সঙ্গে আপনার কোনো পার্টিতে ছয় মাস আগে পরিচয় হয়েছিল।’ এ গোপন বার্তাগুলো দেখতে মেসেঞ্জার অ্যাপ চালু করে নিচের দিকে পিপল আইকন চাপুন। এরপর ওপরে ডানদিকে ‘অ্যাড কন্টাক্ট’ বাটন চেপে ‘রিকোয়েস্ট’ ট্যাব দেখুন। এখানে আপনার গোপন বার্তাগুলো ‘ফিল্টারড মেসেজেস’ ট্যাবে দেখাবে বলে জানিয়েছে ফেইসবুক। সূত্র : মিরর
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |