প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
আদালতের নির্দেশ অমান্য করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এখনও বিক্রি হচ্ছে প্রত্যাহারকৃত ৫২টি পণ্য। এখন পর্যন্ত এসব পণ্য বাজার বা দোকান থেকে প্রত্যাহার করা হয়নি। জেলা শহরে বড়বাজারের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে প্রত্যাহারকৃত ওইসব পণ্য বিক্রির দায়ে পাঁচ মুদি দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রত্যাহারকৃত এসিআই ব্র্যান্ডের ১২৬ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন ও জব্দকৃত লবণ ধ্বংস করেন। শামীম হাসান জানান, জেলার বিভিন্ন বাজারে আদালতের নির্দেশ অমান্য করে প্রত্যাহারকৃত ৫২টি পণ্য বিক্রি হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রত্যাহারকৃত এসিআই ব্র্যান্ডের লবণ বিক্রির দায়ে মেসার্স রিয়া স্টোরকে ৫ হাজার, মেসার্স সালমান স্টোরকে ৫ হাজার, মেসার্স জামান ট্রেডার্সকে ২ হাজার, মেসার্স অরুণ টেলিকমকে ২ হাজার এবং মেসার্স জিল্লাল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওইসব দোকান থেকে প্রহ্যাহারকৃত এসিআই ব্র্যান্ডের ১২৬ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযান চলাকালে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |