
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
তুরস্কের সুপারস্টার বেরেন সাত। বহুমাত্রিক চরিত্রে তিনি সাবলীল অভিনয় দিয়ে দেশটির দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তার বেশ কিছু ধারাবাহিক নাটক অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয় টার্কিশ সিরিয়াল ‘কোসেম সুলতান’-এ নামভূমিকায় অভিনয় করে দুনিয়া মাতিয়েছেন তিনি।
কোসেম সুলতানে বেরেন সাত হাজির হয়েছেন তরুণী কোসেম হিসেবে। তার মোহনীয় হাসি, দুষ্টুমি ভরা প্রেম, বাদশাহকে নিজের করে রাখতে ভালোবাসার ছলাকলা মুগ্ধ করে যায় দর্শকের মন। এই চরিত্র দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা।
কোসেম সুলতান হয়ে মাতানো বেরেন সাত এবার বাংলাদেশি দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন নতুন আরেক চরিত্রে। তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’ আসছে ২ জুন থেকে, প্রচার হবে দীপ্ত টিভিতে। এ সিরিয়ালেও নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বেরেনকে।
এটি কোনো ইতিহাসভিত্তিক কাহিনির ওপর তৈরি সিরিয়াল নয়। এটা আধুনিক ভাবনার একটি নির্মাণ। যেখানে একজন নারীকে সংগ্রাম করে যেতে হয়েছে জীবনের প্রতিটি পদক্ষেপে।
এই গল্পে নায়িকা বা মূল চরিত্রের নাম ‘ফাতমাগুল’। সাগরের কোলঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলদির। যেখানে দিগন্তজোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল।
গুল মানে গোলাপ। বাবা-মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিল না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবি মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। ওর সান্ত¡না শুধু একটাই। ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরণী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |