logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
ব্রাজিলে বারে ঢুকে গুলি, নিহত ১১
আলোকিত ডেস্ক

ব্রাজিলে একটি মদের দোকানে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার পারা রাজ্যের বেলেম শহরে এ ঘটনা ঘটে। এ বন্দুক হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। গাড়ি ও মোটরসাইকেল যোগে আসা ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মুখোশ পরা ছিল, তাদের গুলিতে ছয় নারী ও পাঁচ পুরুষ নিহত হন। প্রায় সবারই মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। পারা রাজ্যের মুখপাত্র এ হত্যাযজ্ঞের কথা নিশ্চিত করেছেন। গুলির ঘটনার পর ধারণ করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে দেখা গেছে নিহত লোকজন দোকানটির মেঝেতে পড়ে রয়েছেন, মৃত এক নারী বারের কাউন্টারের ওপর পড়ে আছেন। দ্য গার্ডিয়ান, বিবিসি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]