logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
তাজিকিস্তানে জেলে দাঙ্গা বাধাল আইএস জঙ্গিরা : নিহত ৩২
আলোকিত ডেস্ক

তাজিকিস্তানের একটি কারাগারে বন্দি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দাঙ্গায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। ছয় মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন দাঙ্গা হলো।
রাজধানী দুশানবে থেকে ১৭ কিলোমিটার দূরে ভাখদাত শহরের কারাগারে রোববারের ওই দাঙ্গায় তিন কারারক্ষী ও ২৯ জন বন্দি নিহতের কথা জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে সাজাপ্রাপ্ত আইএস জঙ্গিরা ছুরি নিয়ে আক্রমণে যায়। সে সময় তিন কারারক্ষী ও পাঁচজন বন্দিকে হত্যা করে তারা। ‘ভীতিকর পরিস্থিতি  তৈরি করে কারাগার থেকে পালানোর জন্য ওই হামলা চালানো হয়। এরপর দাঙ্গা থামাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তাজিকিস্তানের বিশেষ বাহিনীর সাবেক প্রধানের ছেলে বেখরুজ গুলমুরদও ছিলেন দাঙ্গা সৃষ্টিকারীদের মধ্যে। ২০ বছর বয়সি গুলমুরদ চার বছর আগে আইএসের হয়ে যুদ্ধে গিয়েছিল। ভাখদাত কারাগারে আইএস জঙ্গিসহ মোট দেড় হাজার বন্দি ছিল বলে জানা গেছে। এর আগে গত নভেম্বরে আরেকটি কারাগারে এমন একটি দাঙ্গার বিষয় স্বীকার করেছিল আইএস। আইএসবিরোধী যুদ্ধে তাজিকিস্তান অংশ নেওয়ায় ওই হামলার কথা বলেছিল জঙ্গিগোষ্ঠীটি। গত কয়েক বছরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১ হাজার তাজিক নাগরিক আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া ও ইরাকে গেছে বলে জানিয়েছে তাজিকিস্তানের সরকারি কর্তৃপক্ষ। ডয়েচে ভেলে 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]