logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
জয়ের আভাস পেতেই এনডিএ শরিকদের নিমন্ত্রণ শাহের
আলোকিত ডেস্ক

লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপে জয়ের আভাস পেয়ে এনডিএ শরিকদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপের হিসাব অনুযায়ী সহজ জয় পেতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট। এর পরই শরিকদের নৈশভোজে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিলেন অমিত। মঙ্গলবার নয়াদিল্লির ‘দ্য অশোক’ হোটেলে সব এনডিএ নেতাদের স্বাগত জানাবেন স্বয়ং বিজেপি সভাপতি। সেখানে সবার সঙ্গে জোটের কৌশল নিয়ে আলোচনা হবে। বুথফেরত সমীক্ষার ফল অনুযায়ী বিজেপি সত্যিই কেন্দ্রে আরও একবার ক্ষমতায় এলে আগামী ৫ বছর এনডিএ’র রূপরেখা কী হবে, তা নিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের আলোচনা হতে পারে বলেই খবর। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দেশে সত্যিই ফের ক্ষমতায় এলে সরকার কীভাবে চলবে, তার একটি আবছা পথ তৈরি করতে আজই বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও বেসরকারি সংবাদ মাধ্যমগুলোর বুথফেরত জরিপের তথ্যকে ভুল বলেই দাবি করেছেন বিরোধীরা। ২৩ মে লোকসভা ভোটের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুরা। আনন্দবাজার, এনডিটিভি, ওয়ান ইন্ডিয়া

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]