logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা
আছমা আক্তার মিতু

শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজনের আয়োজনে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একুশে পদকে ভূষিত হওয়ায় এবং দুজন বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন নাট্যজন অধ্যাপক ড. ইনামুল হক, কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক, সংগীত পরিচালক শেখ সাদী খান, কবি কাজী রোজী এবং শিশুসাহিত্যিক আসলাম সানী। এছাড়া মো. শাহিদ উল মুনীর বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এবং শুভজন সভাপতি নইম হাসান ভূঁইয়া বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণিজন জন্মায় না। শুভজন আজ আমাদের দেশের কয়েকজন বিশিষ্ট গুণী মানুষের সম্মান জানানোর যে আয়োজন করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুভজনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্য। সার্বিক সহযোগিতায় ছিল আলোকিত বন্ধু ফোরাম।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]