
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
পবিত্র কোরআনের পাঁচটি করে সূরার অসাধারণ সুন্দর বিন্যাস লক্ষ্য করুন :
(১) পাঁচটি সূরা ‘আলহামদুলিল্লাহি’ দিয়ে শুরু হয়েছে। ফাতেহা, আনআম, কাহাফ, সাবা ও ফাতের। এই পাঁচটি সূরার সবগুলোই মাক্কি।
(২) পাঁচটি সূরা ‘তাসবিহ’ দ্বারা শুরু হয়েছে। হাদিদ, হাশর, সাফ, জুমা ও তাগাবুন। সবগুলোই মাদানি সূরা।
(৩) পাঁচটি সূরা ‘আলিফ লাম রা’ দ্বারা শুরু হয়েছে। ইউনুস, হুদ, ইউসুফ, ইবরাহিম ও হিজর। সবগুলোই মাক্কি সূরা।
(৪) পাঁচটি সূরা ‘ইয়া’ বা আহ্বান দ্বারা শুরু হয়েছে। নিসা, মায়েদা, হজ, হুজুরাত ও মুমতাহানা। সবগুলোই মাদানি সূরা।
(৫) পাঁচটি সূরা ‘প্রশ্নবোধক শব্দ’ দ্বারা শুরু হয়েছে। ইনসান, গাশিয়া, শারাহ, ফিল ও মাউন। সবগুলোই মাক্কি সূরা।
(৬) পাঁচটি সূরা ‘কুল’ বা বলার আদেশ দ্বারা শুরু হয়েছে। জিন, কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস। সবগুলোই মাক্কি সূরা।
আল্লাহু আকবার, আল্লাহ মহাজ্ঞানী। তাঁর কালাম চির সত্য।
আবদুল্লাহ আল কাফি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |