logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত
চট্টগ্রাম ব্যুরো

মহানগরীর কোতোয়ালিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনসুর নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এসআই তারেক ও এএসআই অনুপ আহত হন বলেও পুলিশের দাবি। নগরীর পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন এলাকায় রোববার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত মনসুর সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রসহ নগরীর বিভিন্ন থানায় অন্তত চারটি মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা জানান, একটি ছিনতাকারী চক্রের সদস্যরা পলোগ্রাউন্ড মাঠের পাশে অবস্থান করছেনÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছিনতাকারী চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]