logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
রাজশাহীতে বোরো ধান সংগ্রহ শুরু
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার জেলার ৯টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ এপ্রিল থেকে ধান সংগ্রহ শুরুর দিনক্ষণ নির্দিষ্ট থাকলেও তালিকা জটিলতার কারণে তা বিলম্বে শুরু হলো বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২০১২ মেট্রিক টন। সোমবার সকালে পুঠিয়ায় ধান সংগ্রহের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমান। 
এ ছাড়া অন্য উপজেলাগুলোতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। ২৬ টাকা কেজি দরে তালিকার ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরকারি গুদামগুলোতে ধান কেনা হচ্ছে। রাজশাহীর জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া জানান, উপজেলার কৃষকদের তালিকা তৈরিতে জটিলতার কারণে কিছুটা বিলম্বে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলো। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]