প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। শনিবার দিনভর রংপুর সিটি বাজারের শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এতে বাজারের ১৬টি দোকান থেকে নিম্নমানের বেশ কিছু ভেজাল পণ্য জব্দ করা হয়। বাজার থেকে নিম্নমানের ভেজাল পণ্য প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশের ৯ দিনের মাথায় রংপুরে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ প্রাণের লাচ্ছা সেমাই, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, সান ব্রান্ডের চিপস, প্রাণ ব্রান্ডের কারী পাউডার, এসিআইর আয়োডিনযুক্ত লবণ, ড্যানিশের গুঁড়া হলুদ জব্দ করা হয়। অভিযান প্রসঙ্গে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা অভিযান শুরু করেছি। নামিদামি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে বিএসটিআইর পরিদর্শক অনিমেষ মজুমদার জানান, হাইকোর্ট এসব পণ্য নষ্ট করে ফেলতে এবং তৃতীয় কারও হাতে যেন না যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |