প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার দেওয়াল ধসে রিফাত নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী জেলার মাধবদী থানাধীন দস্তরদী এলাকার সেমচরনের ছেলে। স্থানীয় বিশ্বনন্দী এলাকায় আওয়ামী লীগ নেতা খোরশেদের মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। দেওয়াল ভাঙার সময় ওই শ্রমিকের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |