প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯ | |
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাতটি গ্রামের ৩৮০টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। রোববার রাতে বীরগঞ্জ উপজেলার মাটিয়াকুড়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। মোহনপুর ইউনিয়নের ছিট ভগিরপাড়া, মাটিয়াকুড়া, মিরাটঙ্গী, চকমহাদেব, বড়হাট, চকদফর মোহনপুর পুকুর পাড়া ও পশ্চিম জোতরঘু গ্রামে ৩৮০টি বাড়ির নতুন বিদ্যুৎ প্রদান করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মনোরঞ্জনশীল গোপাল।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |