logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২
কক্সবাজার প্রতিনিধি

অভিনব পদ্ধতিতে তেলের ট্যাঙ্কিতে করে পাচারকালে অর্ধ লাখ পিস ইয়াবা জব্দ করেছেন র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয়। 
এ সময় ট্রাকচালক তারেক হোসেন ও হেলপার শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। রামু র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কক্সবাজারের টেকনাফ এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা ট্রাকযোগে কক্সবাজারের দিকে আসছে এমন খবর পেয়ে সোমবার ভোররাতে সদরের লিংক রোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। লিংক রোডের টেকনাফ রোডের হাজী গফুর মার্কেট সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে বসানো চেকপোস্ট টেকনাফ থেকে আসা ট্রাকটিকে থামায়। 
এ সময় চালক ও হেলপারকে আটকের পর ট্রাকের তেলের ট্যাঙ্কি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলায় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]