logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২১, ২০১৯
গাইবান্ধা ও শ্রীপুরে নিহত ২
আলোকিত ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় রিকশা-ভ্যানচালক ও গাজীপুরের শ্রীপুরে সিএনজি-অটোরিকশাচালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার সকালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শফি আলম বাবু নামে এক রিকশা-ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে। স্থানীয়রা জানান, চালবোঝাই ভ্যান নিয়ে শফি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে ড্রাম্প ট্রাক সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোমিন নামে এক সিএনজি-অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত মোমিন উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের ইসমাইল শেখের ছেলে। রোববার গভীর রাতে আঞ্চলিক মহাসড়কের টেপিরবাড়ী বাজারের পাশে আরএইচ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, মাওনা চৌরাস্তা থেকে যাত্রীবিহীন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মোমিন বরমীর উদ্দেশে যাচ্ছিল। প্রথমে তাকে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]