
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
এবারের লোকসভা নির্বাচনে বিশাল জয় পেয়ে আরও একবার ক্ষমতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বিশাল জয়ের খবর শুনে উচ্ছ্বসিত তার মা হীরাবেন। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি দফায় অনুষ্ঠিত হয় ভারতের লোকসভা নির্বাচন। বড় ব্যবধানে মোদির ক্ষমতায় আসার খবর পেয়ে গুজরাটের গান্ধীনগরে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন তিনি।
উচ্ছ্বাস প্রকাশ করে ছেলের জয়ের জন্য সংবাদ মাধ্যমকেও কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে গেল এপ্রিলের শেষ সপ্তাহে ৯৮ বছর বয়সি মায়ের কাছে গিয়েছিলেন মোদি। ওই দিন মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আহমেদাবাদের ভোটকেন্দ্রে যান ভারতের প্রধানমন্ত্রী। নিজের সন্তান আবারও দেশের দায়িত্ব নিতে চলেছেন, এ গর্বই এখন বারবার ঘুরেফিরে আসছে মোদির মা হীরাবেনের মনে। এদিকে মোদির জয়ের জন্যই বৃহস্পতিবার সকালে মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন তার স্ত্রী যশোদাবেন। ওয়ানইন্ডিয়া
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |